চিকলী নিউজ : অক্টোবর সেবা পক্ষ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাবস্ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে (৮ অক্টোবর) শুক্রবার সকালে লায়ন্স স্কুল ও কলেজ হলরুমে তাঁদের সংবর্ধনা দেয়া হয়। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে পক্ষকাল অনুষ্ঠান ছিল ৫ম দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা একরামুল হক। ওই অনুষ্ঠানে স্বল্প পরিসর আয়োজনে উপজেলার ৪ জন সূর্য সন্তানকে সম্মাাননা প্রদান করা হয়। তাাঁদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুর হক, বীর মুক্তিযোদ্ধা জিকরুল হক ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর হক-২। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি প্রভাষক লায়ন সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ লায়ন শফিয়ার রহমান সরকার। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ডাইরেক্টর ও সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন রেয়াজুল আলম রাজুর সার্বিক দ্বায়িত্বে ওই কর্মসূচি পালন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস্ অব সৈয়দপুরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আব্দুল মান্নান। আগামী ১১ অক্টোবর সোমবার সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স স্কুল ও কলেজ হলরুমে দুপুর ২টায় এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষ কর্মসূচি শুরু হয়েছে।