33.9 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

সৈয়দপুরে তাবলিগ জামাতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় তাবলিগ জামাত করতে আসা এক ব্যাক্তি নিহত হয়েছেন। উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনি এলাকায় সৈয়দপুর পার্বতীপুর মহাসড়কে  এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির আব্দুল ওয়াহাব (৩২) নরসিংদী জেলার সোনাতলা এলাকার মতিয়ার রহমানের ছেলে।স্থানীয় ও সৈয়দপুর থানার পুলিশ সূত্র জানায়, নরসিংদী থেকে বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনি এলাকার মসজিদে তাবলিগ জামাতে এসেছিলেন বেশ কয়েকজন। ফযরের নামাজের পরে তারা দিনের দাওয়াত দিতে বের হয়েছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি  ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাঁচজন তাবলিগের সাথী সড়ক থেকে ছিটকে পড়েন।

এ সময় অবস্থা বেগতিক দেখে দ্রুত পালাতে গিয়ে আব্দুল ওয়াহাবকে চাপা দেয় ট্রাকটি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এ সময় এলাকাবাসী ছুটে এসে ট্রাকসহ চালককে আটক করেছেন। চালকের নাম রুবেল (২২)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুরের বিরনগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ খবর পেয়ে চালককে আটক ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে এসেছে।সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, আটক চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নরসিংদীতে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়