25.1 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মে ৭, ২০২৫

বাংলাদেশ এখন ঋণ নেয় না, ঋণ দেয়: নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি : ‘খালেদা জিয়া বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে এসে এ দেশকে ঋণগ্রস্ত দেশ হিসেবে পরিণত করেছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশ বিদেশ থেকে আর ঋণ নেয় না, এখন বাংলাদেশ বিদেশকে ঋণ দেয়। এটা একমাত্র সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। বুধবার দিনাজপুরের বিরল উপজেলার নবগঠিত ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন উদ্বোধকালে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সেই উন্নয়ন আজ গিয়ে পৌঁছেছে গ্রাম থেকে গ্রামান্তরে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের সাবেক সচিব নুরুল ইসলাম। ১২ নম্বর রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহসভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পুনর্ভবা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের নবনির্মিত ভবন এবং মাইনুল হাসান মহাবিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি প্রস্তার স্থাপন করেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়