26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

নীলসাগর এক্সপ্রেসের আরেকটি নতুন ট্রেন দ্রুত চালু হবে : ডোমার রেল স্টেশন পরিদর্শনে রেলমন্ত্রী

হাফিজুর রহমান মানিক (ডোমার প্রতিনিধি) : নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশন পরিদর্শনে করলেন মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। বুধবার (৬ই অক্টোবর) সন্ধ্যা ৬ টায় পরিদর্শনে এসে তিনি রেল স্টেশনের উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন. ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) সোহেল রানা, ডোমার উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক প্রমুখ।

এ সময় ষ্টেশনের ১নং প্ল্যাটফর্ম বৃদ্ধিকরণ, পার্কিং সিস্টেম, ২নং প্ল্যাটফর্মের শেড নির্মাণ, ফুটওভার ব্রীজ নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়া স্টেশনের টিকেট কালোবাজারি বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি আরও বলেন, খুব দ্রুত ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেসের আরেকটি নতুন ট্রেন হবে। ট্রেনটি সকাল বেলা চিলাহাটি হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে । ডোমার রেলওয়ে স্টেশনে লুপলাইন তৈরি করার প্রক্রিয়া চলছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়