21.2 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সৈয়দপুরে প্রচারপত্র বিতরণ

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়েছে। ৬ অক্টোবর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে জনসচেতনতা সৃষ্টি,লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক মৃনাল কান্তি গুহ। বিশেষ অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মো. মোখছেদুল মোমিন। সাথে ছিলেন রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলিসহ অনেকে। সম্প্রতি সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকার সন্নিকটে দূর থেকে কে বা কারা পাথর নিক্ষেপ করে। ওই পাথরের আঘাতে ট্রেনের এক শিশু যাত্রীর চোখ নষ্ট হয়ে যায়। আজও ওই বাচ্চাটির চোখ ভালো হয়নি। তার পরিবার ও সিকিৎসক বলছেন সে তার চোখ আর ফিরে নাও পেতে পারে। এ ঘটনার পরও আরো এক স্থানে ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়।

তাই আর যাতে কেউ ট্রেনে ঢিল বা পাথর ছুড়তে না পারে সে জন্য জনগনকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি রেলওয়ে পুলিশও এখন কঠোর অবস্থানে রয়েছেন। 
মহাব্যবস্থাপক বলেন এ ধরনের অপরাধ মেনে নেয়া যায় না। যারা এ ধরনের অপরাধ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়