চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শহরের লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় জাতীয় ও সাংগঠনিক পতালা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপি বর্ণিল অনুষ্ঠান শুরু করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ-২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদ এমজেএফ। বিশেষ অতিথি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ-২ বাংলাদেশ এর ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর লায়ন্স ক্লাব এর সভাপতি লায়ন সাজ্জাদ হোসেন ।
অনুষ্ঠানে প্রথম প্রহরে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদ এমজেএফ নব গঠিত লায়ন সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর ডাইরেক্টর ও অভিষেক অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক লায়ন শফিয়ার রহমান সরকার।এর পর গভর্ণর লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন সাজ্জাদ হোসেনের কাছে গ্যাংবেল তুলে দেন জেলা গভর্ণর। এতে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে জোন চেয়ারপার্সন (ক্লাবস্) লায়ন মোজাফফর আলী মিলন, রিজিয়ন কো-অর্ডিনেটর লায়ন এনামুল হক সোহেল, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) ও কনভেশন চেয়ারপার্সন লায়ন ইমরান ফারুক মঈন, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন নজরুল ইসলাম, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ-২ বাংলাদেশ এর কেবিনেট সেক্রেটারি লায়ন মহসিন ইমাম চৌধুরী প্রমূখ। অভিষেক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লায়ন রাজিয়া সুলতানা ফারহানা ও লায়ন ফরিদা ইয়াসমিন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।