জেলা প্রতিনিধি ”তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার?” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১”। মঙ্গলবার সকালে জুম প্লাটফর্মের মাধ্যমে দিবসটি উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম।
সভার শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার আসমা-উল-হুসনা তথ্য অধিকার আইন ২০০৯ এর লক্ষ্য, উদ্দেশ্য, আইনকাঠামো, আবেদন প্রক্রিয়া, সময়সীমা, অভিযোগ দায়ের, জরিমানা, ক্ষতি প্রদান ও শাস্তি এবং তথ্য প্রদানে বাধ্য নয় এমন প্রতিষ্ঠান ও তথ্য সম্পর্কে বাধ্যবাধকতা বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ৫-৮ সেপ্টেম্বর ২০২১ সনাকের ইয়েস সদস্যদের দ্বারা জেলা তথ্য বাতায়ন বিষয়ক স্টাডির পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ উপস্থাপন করেন সনাক-এর সভাপতি তাহমিনুল হক ববী। নীলফামারী জেলা তথ্য বার্তায়নের ৬৪ টি দপ্তরের ওয়েব সাইটের মধ্যে মাত্র ২৫টি ওয়েব সাইটের শতভাগ তথ্য পাওয়া গিয়েছে উল্লেখ করে তিনি উক্ত স্টাডির বিভিন্ন সুপারিশসমূহ বাস্তবায়নে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে সনাক সভাপতি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ সকল অফিসে উন্মুক্তস্থানে তথ্যবোর্ড ও সিটিজেন চার্টার টাঙ্গানোর প্রস্তাবনা দেন।
”তথ্য চাওয়ার আগে আমরা তথ্য প্রদান করে থাকি, তাই হয়তো আবেদন করার প্রয়োজন হয় না” এমন মন্তব্য করেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন-উদায়ঙ্কুর সেবা সংগঠনের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী। তিনি আরো বলেন, অফিসে মতামত এবং অভিযোগ বক্স থাকলেও সাধারন জনগণ সেটার যথাযথ ব্যবহার করছে না। প্রান্তিক পর্যায়ে এবং সাধারন জনগণকে তথ্য অধিকার আইন সম্পর্কে অবহিত করার জন্য তিনি ও তাঁর সংগঠন কাজ করবেন বলে মতামত প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বলেন, পূর্বের তুলনায় সরকারি দপ্তরসমূহের তথ্য হালনাগাদের হার অনেক বেশী। তিনি সনাক কর্তৃক জেলা তথ্য বাতায়ন স্টাডির পর্যবেক্ষণসমূহ উন্নয়ন সভায় আলোচনা করা এবং হালনাগাদ করণের জন্য যথাযথ নির্দেশনা প্রদান করার কথা বলেন। তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি রোধ করা সম্ভব উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় বলেন, শুধুমাত্র যাদের স্বচ্ছতার ভয় আছে কিংবা অনিয়ম করার ইচ্ছে আছে তাঁরাই তথ্যের জন্য আবেদন করলে যথাযথ উত্তর প্রদান করেন না।
ঘন্টাব্যাপী আয়োজিত ভার্চুয়াল সভায় আন্তর্জাতিক সার্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস ২০২১ উপলক্ষে টিআইবি’র আহ্বানসমূহ তুলে ধরেন এরিয়া কোঅর্ডিনেটর আসাদুজ্জামান। এছাড়া জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন। :