চিকলী নিউজ : ৪ দফা দাবি আদায়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টেম্বর রাতে সাংগঠনিক সফরে আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই প্রতিবাদ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠনের সাহেবপাড়া সৈয়দপুর কার্যালয়ে। তহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন,সহ-সভাপতি রংপুর কেনিক আইডিইবি মাহবুবার রহমান।
এছাড়াও বক্তব্য বলেন, অর্থ সম্পাদক কেনিক আইডিইবি সংগ্রাম পরিষদ গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ভোকেশনাল শিক্ষক সমিতি সেলিমুর রহমান, সদস্য সচিব রংপুর জেলা সংগ্রাম পরিষদ সাইফুর রহমান,স্থানীয় সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোনায়মুল হক। স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় নেতা রুহুল আমিন, নিজামুল হক, পিযুষ কান্তি রায়, মাহবুবার রহমানসহ অনেকে।
প্রধান অতিথি চার দফা দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে কেন্দ্রের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি সফল হবে এমন আশা করেন। সভায় বক্তারা বলেন একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে হ্রাস করে তিন বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধের দাবি জানান।
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ও ঢাকা ইমারত নির্মাণ নীতিমালা জনস্বাস্থ্য বিরোধী সজ্ঞা, ধারা উপধারা সংশোধন করে গেজেট প্রকাশ করতে হবে এমন দাবি করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, শতকরা ৫০ ভাগ পদোন্নতির উন্নতিকরণ,সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে পদোন্নতি প্রদান, জৈষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদানের দাবি জানান। পলিটেকনিক ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা, শ্রেণিকক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সংকটের সমাধান করতে হবে ও টিএসসির শিক্ষকদের পদোন্নতি দ্বিতীয় শিফটের সম্মানি ভাতা প্রদান করতে হবে। এছাড়া বিভিন্ন প্রাইভেট সেক্টরে কর্মরত সকল ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন ও পদবী নির্ধারণ করার দাবি জানানো হয়।