চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দারুল ফালাহ মাদ্রাসা অডিটরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. শাহিনুর ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা নির্বাচন অফিসার আলহাজ্ব মো. আব্দুল মালেক, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মসলেমউদ্দিন, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ্, ভিয়াইল ইউপি চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায়, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দারুল ফালাহ মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ইউসুফ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।