চিকলী নিউজ : আজ বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর ২০২১ নীলফামারী জেলা শাখা’র আহবায়ক মাইনুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় নীলফামারী জেলার সদস্য সচিব আব্দুল বারী’র সঞ্চালনায় নীলফামারী সদরের ডালপট্রি অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাব সৈয়দপুর উপজেলা আহবায়ক এরশাদ হোসেন পাপ্পু ও সদস্য সচিব তাজু ইসলাম, আকাসাদৌল্লা আকাশ, আব্দুল্লাহ আল মামুন (মানিক), আবুল কালাম আজাদ, বাশার বিপুল, মোঃ ফিরোজ, কিশোরগঞ্জ উপজেলা আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব ইয়ামিন কবির স্বপন, ডিমলা উপজেলা আহবায়ক হামিদার রহমান, মশিউর রহমান ,ডোমার উপজেলা আহবায়ক মোঃ সানহীম আহমেদ, জলঢাকা উপজেলা সদস্য সচিব সাবু সহ বাংলাদেশ প্রেস ক্লাবের অন্যন্য উপজেলার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাপ্তাহিক নীল চোখ’র সম্পাদক হাকীম মোঃ মোস্তাফিজুর রহমান সবুজ।