38.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে জিআরপি পুলিশ ক্লাবে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী সেকেন্দার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আজমল হোসেন, মহিলালীগের নেত্রী সানজিদা বেগম লাকী, আওয়ামীলীগ নেতা ও পৌর প্যানেল মেয়র শাহীন হোসেন, আবুল কাশেম দুলু সরকার, পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জোবাইদুর রহমান শাহীন, উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খাঁন, স্বেচ্ছাসেবক লীগ নেতা পৌর কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল প্রমূখ।

এ বর্ধিত সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের নেতা-কর্মীসহ সহযোগী সংগঠনের প্রায় ২ হাজারের বেশি নেতা-কর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্য রেখে দলকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বর্ধিত সভাটি সঞ্চালনা করেন সাবেক বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাফিজ হাপ্পু।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়