26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

তিনবিঘা করিডোর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ- হাইকমিশনার

চিকলী নিউজ : বাংলাদেশি লোকজন চলাচল সড়কের দু’পাশে বিএসএফ কর্তৃক দেওয়ার নির্মানের অভিযোগ তদন্তে ২৪ ঘন্টার মধ্যে তিনবিঘা করিডোর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার তৌফিক হাসান। বৃহস্পতিবার বিকেল ৪ টা ৫০ মিনিটে তিনি ভারতের কলকাতা উপ-হাই কমিশন থেকে সড়ক পথে তিনবিঘা করিডোর পরিদর্শনে আসেন। এ সময় তাকে বিজিবি ও বিএসএফ’র পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মুজিব-ইন্দ্রা চুক্তি ১৯৭৪ এর শর্ত ভঙ্গ করে কোন আলোচনা ছাড়াই তিনবিঘাতে কেন সড়কের দু’পাশে দেওয়াল নির্মাণের চেষ্টা করছেন তা খতিয়ে দেখতে এবং তদন্তে এসেছেন বলে জানান তিনি।

বাংলাদেশের রংপুর ৫১ বিজিবি’র পরিচালক (সিও) লে. কর্ণেল মোহাম্মদ ঈসহাকের ফোনে কথা বলে তিনবিঘার বিষয়ে পরামর্শ করেন। দহগ্রাম আঙ্গারপোতা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানসহ স্থানীয় লোকজনের সাথে বাংলাদেশ ভূখন্ডে কুশল বিনিময় করেন এবং ফটো সেশনে অংশ নেন। এ সময় তিনি দু’দেশের প্রশাসন ও সাধারণ জনগণকে ধৈর্য্য ধারণ করার জন্য অনুরোধ করেন।

তাঁর এ সফর সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বলে জানা গেছে। প্রায় আধ ঘন্টা পর ৫ টা ২০ মিনিটে তিনি কলকাতার উদ্দেশ্যে তিনবিঘা ত্যাগ করেন বলে জানা গেছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়