বদরগঞ্জ প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভায়রা, শ্যালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের খিয়ারপাড়া তেলানির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন চট্টগ্রামের পাহাড়তলীর হালিশর এলাকার আব্দুল গফুরের ছেলে ইউসুফ (৩৫), নড়াইলের লক্ষ্মীপাশার কাকরাইল এলাকার নাহিদ শিকদার (২৫) এবং বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের রজবোল্লারহাট এলাকার খিয়ারপাড়ার আব্দুল হক লাল্টুর ছেলে রনি মিয়া (২২)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউসুফ ও নাহিদ সম্পর্কে ভায়রা ভাই। তাঁরা বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের রজবোল্লারহাট এলাকার খিয়ারপাড়ার আব্দুল হক লাল্টুর দুই মেয়েকে বিয়ে করেছেন।