চিকলী নিউজ : সৈয়দপুরে পপুলার কনজুমার্স কো- অপারেটিভ সমিতির পরিচালকের বিরুদ্ধে নানা প্রকার অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ওই প্রতিষ্ঠানের চাকুরীচুত্য এক কর্মচারী।গত বুধবার শহরের মুন্সিপাড়ায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করে শোনান চাকুরীচুত্য কর্মচারী শাওন।
তিনি জানান,সৈয়দপুর থানাধীন শহীদ আমিনুল হক সড়ক (পৌরসভা রোড) এমাদি এপার্টমেন্ট এর নিচ তলায় অবস্থিত ওই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের পরিচালক মো.মাজেদুল ইসলাম বাবু আমার বেতন ভাতাদি পরিশোধ না করে বিনা নোটিশে অন্যায়ভাবে আমাকে চাকুরীচ্যূত করে।
করোনাকালিন সময়ে সরকারি নির্দেশ অমান্য করে ওই প্রতিষ্ঠানের পরিচালক নানা প্রকার অনিয়মে মেতে উঠে। সংবাদ সম্মেলনে মো.শাফ্ফাত আলম শাওন (৩২) জানান, পপুলার কনজুমার্স কো-অপারেটিভ সোসাইটি সমবায় সমিতিতে তিনি দীর্ঘ ৩ বছর যাবৎ কর্মরত ছিলেন। হঠাৎ করে গত আট মাস থেকে বেতন-ভাতাদি না দিয়ে নোটিশ বিহীন তাকে চাকুরীচ্যুত করে। তিনি বেতন-ভাতাদি চাইতে গেলে তাকে নানা প্রকার হুমকি প্রদর্শন করা হয়। এর প্রতিকার চেয়ে তিনি প্রতিষ্ঠানটির পরিচালকের বিরুদ্ধে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজ সেবা অফিস বরাবরে অনূলিপি প্রদাণ করেন।
চাকুরীচ্যূত মা. শাফ্ফাত আলম শাওন বলেন ওই প্রতিষ্ঠানে ফিল্ড কর্মকর্তা হিসেবে সুনামের সহিত কাজ করে আসছিলেন। গত ৮ মাস যাবৎ প্রতিষ্ঠানের পরিচালক বেতন-ভাতা পরিশোধ না করে বিভিন্ন প্রকার টালবাহানা শুরু করে। ওই প্রতিষ্ঠানের পরিচালকের কাছে বেতন-ভাতা বাবদ ৮০ হাজার টাকা তার পাওনা রয়েছে বলে জানান। এর মধ্যে গত ৭ জুলাই তাকে কোন প্রকার কারণ ছাড়াই চাকুরীচ্যুত করা হয়। পরবর্তীতে ৯ আগস্ট আমি আমার পাওনাদি চাইতে অফিসে গেলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগালিসহ আমাকে প্রাণনাশের হুমকি দেন। উল্টো আমার কাছে টাকা পাবেন এমন অপপ্রচার চালান। তিনি অভিযোগে আরোও উল্লেখ্য করেন, ওই প্রতিষ্ঠানের পরিচালক একজন নারী লোভী। তার ওই সকল বিষয়াদি আমি জানতে পারি। আর এ কারণেই হয়তো তিনি আমাকে চাকুরী কালিন সময়ে বেতন ভাতা পরিশোধ না করে চাকরীচ্যুত করেন।
সৈয়দপুরে পপুলার কনজুমার্স কো-অপারেটিভ সমিতির পরিচালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
