চিকলী প্রতিবেদক : নীলফামারীর ঢেলাপীড় হাটে নিষিদ্ধ ২০ হাজার মিটার অবৈধ কারেণ্ট জাল জব্দ করার পর পুড়ে ফেলা হয়েছে জনসম্মুখে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই জাল পুড়ে ফেলা হয়।গত মঙ্গলবার (৩১ আগষ্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢেলাপীড় হাটে অভিযান চালানো হয়
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার এর নেতৃত্বে। এ সময় ২০ হাজার মিটার কারেণ্ট জাল জব্দ করা হয় যার মুল্য আনুমানিক দুই লাখ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন, কারেন্ট জাল মালিকরা পালিয়ে গেলেও জসম্মুখে এসব জাল পুড়ে ফেলা হয়। তিনি বলেন, নিষিদ্ধ কারেণ্ট জাল যেখানে পাওয়া যাবে সেখানে অভিযান পরিচালনা করা হবে। এ সময় নীলফামারী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আখতার ও নীলফামারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।
নীলফামারীতে জনসম্মুখে পোড়ানো হলো প্রায় দুই লাখ টাকার কারেন্ট জাল
