চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক কমিশনার ও সমাজসেবক আফসার আলী ওরফে থোপসা চৌধুরী (৮২) বার্ধক্যজনিতকারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৭ আগস্ট) সকাল সাড়ে আটটায় সৈয়দপুর পৌর এলাকার ওয়াপদা নতুনহাটের নিজ বাসভবনে মারা যান তিনি।। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, আট ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর শহরের গোলাহাট কবরস্থান সংলগ্ন ঈদগাহ্ মাঠে জানাজার নামাজে সেখানকার কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, মরহুম আফসার আলী ওরফে থোপসা চৌধুরী ছিলেন সমাজসেবক সোহেল চৌধুরী ও সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ওরফে ভুলু চৌধুরীর পিতা এবং সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সিনিয়র শিক্ষক বদরুল হকের শ্বশুর।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, পৌর প্যানেল মেয়র–১ মো. শাহিন হোসেন, পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুন্না শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।