34 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের উপ-নির্বাচনে অ্যাড. ওবায়দুর নির্বাচিত

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে ঐতিহ্যবাহি সংগঠন শিল্প সাহিত্য সংসদের উপ-নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. এস.এম ওবায়দুর রহমান। গতকাল (২৭ আগস্ট) শুক্রবার সংসদের নিজস্ব কার্যালয়ে বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভেট গ্রহণ শুরু হয়। ওই পদে প্রতিদ্বন্দীতা করেন এ্যাড. এস.এম ওবায়দুর রহমান ও কামরুল হাসান। এ্যাড. ওবায়দুর রহমান ৭৫ ভোট ও তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দি কামরুল হাসানস পান ৯টি ভোট। এ উপ-নির্বাচনে, নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রকৌশলী এ. কে. এম রাশেদুজ্জামান রাশেদ, ও সহকারী হিসেবে ছিলেন আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রভাষক আলমগীর সরকার এবং দৈনিক ইনকিলাব পত্রিকার সৈয়দপুর সংবাদদাতা নজির হোসেন নজু প্রমুখ।

নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ। নির্বাচনে মোট ভোটার ১০৮ টির মধ্যে ৮৫ জন তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।উলে¬খ থাকে যে, প্রতিষ্ঠার ১১০ বছরে পদার্পনকারী ঐতিহ্যবাহি সংগঠন শিল্প সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার গত ১৪ জানুয়ারি ২০২১ সালে মৃত্যুবরণ করলে ওই পদটি শূন্য হয়ে য়ার। যার ফলে ওই পদে আজ পুনরায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়