চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে পেটের ব্যাথা সয্য করতে না পেরে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। গত (২৭ আগস্ট) শুক্রবার সকালে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যায়। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর এলাকায় তালতলাপাড়ার মৃত তহির উদ্দিনের ছেলে হাসানুল হক (৭২)।
পারিবারিক সূত্র জানায়, ওই বৃদ্ধা দীর্ঘ দিন থেকে পেটের ব্যাথায় অতিষ্ঠ ছিল। অনেক চিকিৎসা করেও কোন কাজ হয়নি। মাঝে মাঝে ব্যাথার তীব্রতা বাড়লে খাওয়ার সোডা ও কেরোসিন খাইলে কিছুটা আরাম বোধ করতো। এমতাবস্থায় গত কয়েকদিন থেকে ব্যাথার মাত্রা অনেক বেশি হয়। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিল প্রতিটি মূহুর্তে। এতে জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে পরিবারের সকলের অজান্তেই বৃদ্ধ হাসানুল হক অতিরিক্ত মাত্রায় কাপড় ধোয়ার সোডা ও কেরোসিন পান করেন। এর ফলে এক পর্যায়ে তার নাক মুখ দিয়ে ফেনা ও রক্ত বের হতে থাকলে পরিবারের লোকজনকে সে সোডা ও কেরোসিন তেল খাওয়ার কথা জানান।
গতকাল (২৬ আগস্ট) বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালে গতকাল শুক্রবার সকালে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল হাসনাত খান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।