চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে রেল লাইনের দুই ধারে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আজ (২৬ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। যৌথভাবে রেলপথ বিভাগ ও রেলওয়ে পুলিশ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
শহরের এক ও দুই নম্বর রেল গুমটির পার্শে ও রেললাইনের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও উচ্ছেদকারীরা চলে যাওয়ার পরপরেই আবারও দোকান মেরামতের কাজে জড়িয়ে পরে ওই এলাকার দোকানিরা। শহরের ২নং রেল গুমটির কিছুদুরে অবস্থিত প্লাষ্টিক চেয়ারের দোকান ও তার আশে পাশে দোকান গুলো পূনরায় মেরামত করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, আমরা অভ্যস্ত। কারণ হিসেবে বলেন, এভাবে রেলওয়ে দোকান ভেঙ্গে দেয় আবারও তৈরী করী।
অপরদিকে উচ্ছেদকৃত দোকানিদের মধ্যে অনেকেই অভিযোগ করেন, ১নং রেল গুমটির রেললাইনের উপরে পুরাতন কাপড়ের দোকানগুলো কেন উচ্ছেদ করা হল না, তা নিয়ে নানাবিধ প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে ।
রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সৈয়দপুর,রেলওয়ে স্টেশন থেকে শহরের বানিয়াপাড়া ৩৪৬ নম্বর ব্রীজ পর্যন্ত ৮০ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। একই সাথে উচ্ছেদ করা হয় এক ও দুই নম্বর রেলওয়ে গুমটির ঊভয় পার্শে ও রেল লাইনের দুই ধারের অস্থায়ী দোকানপাট।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস ও সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা।
প্রকৌশলী সুলতান মৃধা বলেন, রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।