25.1 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মে ৭, ২০২৫

সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তির ৬ মাসের বিনাশ্রম কারদন্ড ও অপর ব্যক্তির ৫শত টাকা অর্থদন্ড করেন ভ্রম্যমাণ আদালত। গতকাল রাতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে ওই দন্ডাদেশ প্রদান করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান।ভ্রম্যমান আদালত সূত্র জানায়, নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী এলাকায় গতকাল সন্ধ্যায় অভিযান চলায়। এতে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪৫) এর কাজ থেকে ২০টি হিরোইন এর পুড়িয়াসহ তাকে আটক করে। তার পিতা মৃত মকবুল হোসেন, ওই ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়ার বাসিন্দা।

পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসানকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থানে উপস্থিত হয়ে মাদক রাখার দায়ে শফিকুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম দন্ডাদেশ প্রদান করেন। একই স্থানে মাদক ব্যবসায়ী শফিকুলের ছেলে জাহাঙ্গীর আলম (২১) সরকারি কাজে বাঁধা প্রদানের চেষ্টা করলে তার ৫শত টাকা জরিমানা করেন ওই আদালত। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, দন্ডাপ্রাপ্ত ব্যক্তিকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়