চিকলী রিপোর্ট : নীলফামারীর সৈয়দপুরে রিক্সা চালক দুলাল হোসেনের হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডে অবস্থিত সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধনের আয়োজন করেন, সৈয়দপুর উপজেলা রিক্সা-ভ্যান মজদুর শ্রমিক ইউনিয়ন ।
মানববন্ধনে উপজেলায় রিক্সা শ্রমিকসহ নানান পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাষ্টার। তিনি বলেন, হত্যা কান্ডের ১০ দিন পেরিয়ে গেলেও রিক্সা চালক দুলাল হোসেনের হত্যাকারী গ্রেফতার না হওয়ায় আমরা চিন্তিত। ওই রিক্সা চালকের খুনিদের গ্রেফতার না করলে সৈয়দপুর শহরকে অচল করে দেওয়া হবে এমন হুশিয়ার ওই মানববন্ধন থেকে দেয়া হয়।
তিনি আরও বলেন, রিক্সা চালক দুলাল কে নির্মমভাবে হত্যারকারীর গ্রেফতারের বিষয়ে ক্ষমতাশীন দলের পক্ষ থেকে কোন প্রতিবাদ করতে দেখা যায়নি। দুলাল কার জন্য হুমকি হয়ে দাড়িয়েছিলেন যে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তাঁর হত্যাকারীদের দ্রুত ঘ্রেফতারসহ দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করছি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, রিক্সা ভ্যান মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হবিবার রহমান, সাংগঠনিক সম্পাদক আনসার আলী, নিহত দুলালের স্ত্রী আবেদা বেগম, ছেলে আলমগীর ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর শহরে দুলাল হোসেন (৩৫) নামে এক রিকশাচালক গত ৯ আগস্ট সোমবার ভোর রাতে শহরের নতুন বাবুপাড়ার সানাউল্লাহ বসুনিয়া সড়কে হত্যার শিকার হন। নিহত দুলাল হোসেন পার্শ্ববর্তী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ ডাঙ্গাপাড়ার মকবুল হোসেনের ছেলে। ওই ঘটনায় সৈয়দপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।