চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে ডালিয়া ক্যানেল (সেলফির মোড়ে) এক যুবকের ঝুলন্ত অবস্থায় ইয়াসিন (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯ টা লক্ষণপুর ডালিয়া ক্যানেলের ধারে সেলফির মোড় নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে ।জানা যায় নিহত ইয়াসিন(২২) উপজেলার লক্ষণপুর পাঠানপাড়া গ্রামের মেনার উদ্দিন এর ছেলে।

স্থানীয়রা জানায়, যুবকটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সকালে গ্রামের মানুষ ঝুলন্ত অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সৈয়দপুর থানা নিয়ে যায়। এদিকে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন।
সৈয়দপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বার্তা বলেন, স্থানীয়রা গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে আমাদের খবর দেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।