চিকলী নিউজ : মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তিকারী রঞ্জন রায়ের সর্বোচ্চ ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কিশোরগঞ্জে হয়েছে।
রবিবার বিকালে প্রায় ৫ হাজার মুসলিম জনতা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই স্থানগুলোতে মুসলিম জনতার ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। কোন অপ্রতিকর ঘটনা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী সর্তক অবস্থানে রয়েছে।
রবিবার দুপুর ৩ টার দিকে বাংলাবাজার খিলালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পারেরহাট পর্যন্ত বিক্ষোভ করে।

পরে বিক্ষোভটি আবার সিঙ্গেরগাড়ী বাজার হয়ে বাংলাবাজার আসে, সেখান হতে খিলালগঞ্জ ব্রীজ পর্যন্ত কটুক্তিকারীর ফাঁসির দাবীতে বিভিন্ন ¯স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল করে মুসলিম জনতা। তারা পরে খিলালগঞ্জ ব্রীজ ও খিলালগঞ্জ বাজারে মানববন্ধন করে। এ বিক্ষোভ ও মানববন্ধনে কিশোরগঞ্জ উপজেলার বাংলাবাজার, সিঙ্গেরগাড়ি, গাড়াগ্রাম, পারেরহাট, মাগুড়া, চন্দনেরহাট, চাঁদখানা, গংগাচড়ার সিমান্ত এলাকা ও তারাগঞ্জ উপজেলার সিমান্ত এলাকার জনগণসহ পার্শ্ববর্তী এলাকার প্রায় ৫ হাজার মুসলিম জনতা অংশগ্রহণ নেয়।