জেলা প্রতিনিধি : নীলফামারীর ডোমার থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান। এটি ছিল বার্ষিক পরিদর্শনের অংশ। ২৭ জুলাই তিনি ডোমার থানা পরিদর্শনে গেলে সেখানে তাকে গার্ড অফ অনার প্রদান করেন ডোমার থানার একটি চৌকস পুলিশ টিম।

এ সময় পুলিশ সুপার ডোমার থানার সার্বিক অবস্থার খবর নেন। পাশাপাশি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পরামর্শ দেন। দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পরিদর্শন শেষে তিনি থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, ডোমার থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আরিফুল ইসলাম, ডোমার থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার এবং ফোর্স।