35 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

মাহেরীন চৌধুরীর কবরে বিজিবির শ্রদ্ধা নিবেদন

চিকলী নিউজ : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিরবিদায় নেওয়া সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিজিবি। শনিবার সকাল ১১টার দিকে বিজিবির রংপুর রিজিয়নের আয়োজনে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে ওই শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বিজিবির রংপুর, ঠাকুরগাঁও এবং নীলফামারীর উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ এবং ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকালে সাড়ে ১০টার দিকে বিজিবি সদস্য, শিক্ষক, শিক্ষার্থীরা ওই গ্রামে পৌঁছেন।

এরপর ১১টার দিকে মাহেরীন চৌধুরীর কবরে পুষ্পমাল্য অর্পন, স্যালুট প্রদান, এক মিনিট নিরবতা পালন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকতা শেষে ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম রব্বানী বলেন, ’শিক্ষিকা মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষকই নন, তিনি মানবতার এক মূর্ত প্রতীক। তিনি তাঁর মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ। তিনি প্রমান করে গেছেন শিক্ষকতা শুধু একটি পেশাই নয়, এটি একটি সামাজিকতা ও মানবিকতার সাথে সদা সমুজ্জল একটি মহান ব্রত। এই মহিয়সী, অকুতোভয় এবং আত্মউৎসর্গকারী মাহেরীন চৌধুরীর সমাধিতে আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পেরে গর্বিত’।

 তিনি বলেন,‘ প্রায় ২০ জন শিক্ষাঅথীর প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। তিনি শরীরের ৮০ ভাগ দগ্ধ হওয়ার পরও আপ্রাণ চেষ্টা করেছেন শিশুদের প্রাণ বাঁচানোর জন্য। তাঁর এই মহান আত্মত্যাগ, মানবিকতা, সাহসিকতা পুরা জাতিকে অনুরণিত করেছে। এই মর্মান্তিক এবং এই হৃদয়বিদারক ঘটনার জন্য বিজিবি পরিবারও গভীরভাবে শোকাহত, মর্মাহত ও বাকরুদ্ধ। বিবেকের ডাকে সাড়া দিয়ে বিজিবি পরিচালিত বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে নিয়ে এবং আমরা বিজিবি সদস্যরা আজ এখানে উপস্থিত হয়েছি মহান মহিয়সী শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদেনের জন্য। এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে এবং পুষ্পাপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছি। এবং দোয়ার মাধ্যমে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কমানা করেছি’।

একই প্রতিষ্ঠানের অপর শিক্ষার্থী আসিফ মাহমুদ বলেন.‘ তিনি শুধুমাত্র একজন শিক্ষিকাই নন, ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক। নিজের জীবনশক্তি থাকা পর্যন্ত সেখানে অসংখ্য শিক্ষার্থীকে বাঁচিয়েছেন। নিজের জীবন বিপন্ন করে তিনি যে বীরত্ব দেখিয়েছেন, এই মহিয়সী নারীকে অবশ্যই সকলের সন্মান জানানো প্রয়োজন। আমরা তাঁর বীরত্ব মনে রাখবো, তিনি শিক্ষক সমাজের গর্ব’।

ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল্লাহ সাইদ বলেন, ’বাবা মায়ের পরে শিক্ষকের স্থান, সেই কাজটি তিনি করে দেখিয়েছেন। সারাজীবন তাঁকে মনে রাখবে বাংলাদেশ, মনে রাখবে সকল শিক্ষার্থী, শিক্ষক সমাজসহ সকল মানুষ’।

উল্লেখ্য, গত ২১ জুলাই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে রাতে চিরবিদায় নেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী। ২২ জুলাই বিকাল চারটার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি তাঁর নিজ গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়