চিকলী নিউজ : ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে নীলফামারীতে পক্ষকালব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান।

পুলিশ পরিদর্শক খোরশেদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইয়াসিন আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর বক্তব্য দেন। বন মামলা পরিচালক আব্দুস সালাম তুহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নীলফামারী বন কর্মকর্তা রেজাউল করিম।’ এরআগে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।
বন কর্মকর্তা রেজাউল করিম জানান, ১৫ দিনব্যাপী মেলায় ৩৫টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও শিশুদের জন্য রাখা হয়েছে বিভিন্ন রাইডস।