27.1 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শুক্রবার, মে ৯, ২০২৫

অভ্যুত্থানকালে ক্যান্টনমেন্টে আশ্রিতদের তালিকা আমাদের কাছে আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিকলী নিউজ : জুলাই গণঅভ্যুত্থানকালে জনরোষ থেকে বাঁচতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লোকদের সেনানিবাসে আশ্রয় নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই অভ্যুথানে যারা ক্যান্টনেমেন্টে অবস্থান নিয়েছিল, তাদের তালিকা আমাদের কাছে রয়েছে। অপরাধী কেউ ছাড় পাবেন না।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের আটটি জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সন্ধ্যায় ঢাকা ফিরছিলেন উপদেষ্টা। পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্রদের সামনে পড়েন তিনি। ছাত্ররা বুধবার (৭ মে) গভীর রাতে চুপিসারে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের জবাব চান এবং আওয়ামী লীগের বিচার দাবি করেন এ সময়।

স্বরাষ্ট্র উপদেষ্টা তখন উপস্থিত পুলিশ কর্মকর্তাদের ২৪ ঘণ্টার মধ্যে সৈয়দপুরের আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়ে বলেন, নইলে আপনারা (পুলিশের কর্মকর্তা) থাকতে পারবেন না।  

আবদুল হামিদের দেশত্যাগের বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িত ও সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে। ইতোমধ্যে জড়িতদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমার অবর্তমানে এ ঘটনা ঘটেছে। যারা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আপনারা যেমন মর্মাহত, আমিও তেমনি মর্মাহত।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরও তিনি কীভাবে দেশত্যাগ করলেন, সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন অকল্পনীয় ও অভাবনীয় কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে সরকার।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়