চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর শহর থেকে সাদেকুজ্জামান মানিক নামে আওয়ামী মৎস্যজীবী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) তাকে সৈয়দপুর জিআরপি ক্যান্টিন সংলগ্ন স্থান থেকে আটক করা হয়। আটক ওই ব্যক্তি আওয়ামী মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সদস্য সচিব।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির সৈয়দপুরের রাজনৈতিক জেলা শাখার কার্যালয় ভাঙচুর মামলায় তাকে আটক করা হয়েছে। তার বাড়ি সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হবে।