চিকলী নিউজ : বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ সোমবার ২১ এপ্রিল বেলা ১১টায় নীলফামারী সরকারী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে অধ্যক্ষের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রকসি, যুগ্ম-আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, রইছুল ইসলাম রানা প্রমূখ।