জেলা প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সাংবাদিকদের সাথে উপজেলা ও পৌরসভা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, ডোমার পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী। উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার ও সহসাধারণ সম্পাদক মেরাজুল হক ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ডোমার উপজেলায় সম্প্রতি বিএনপি, নীলফামারী-১ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্র বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে আসছেন।