ডোমার প্রতিনিধি : নীলফামারীর ডোমারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর প্রশাসকের সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ডোমার পৌরসভার আয়োজনে বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডোমার পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসনিক ভাবে নির্বাচিত সদস্য উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরুজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন, ডোমার কেন্দ্রীয় সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি উজ্জ্বল কানজিলাল, চাকধাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি সত্যেন্দ্র নাথ রায়, পূজা সমন্বয় কমিটির শেখর চন্দ্র সাহা, নিখিল চন্দ্র সাহা, মিন্টু কুমার সাহা, উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, পৌরসভা জামায়াতের আমির নুরুজ্জামান, এসআই কাজল কুমার রায়, ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান প্রমূখ। মতবিনিময় সভায় পৌরসভার সকল পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।