আনিফ রহমান (ডোমার) : নীলফামারী সদর থানায় নাশকতা মামলায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
বুধবার (২ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের বাবুডাঙ্গা এলাকার নিধিকৃষ্ণ বর্মনের ছেলে নিরঞ্জন রায় (৩৭), একই ইউনিয়নের শেওঢগাড়ী চকিদার পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে মনিরুজ্জামান বাদল (৪২), সদর ইউনিয়নের বক্করের মোড় নূর ইসলামের ছেলে সবুজ ইসলাম (২৪) ও একই এলাকার মৃত সামছুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৪৫)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, সদর থানার একটি নাশকতা মামলায় সকালে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতের পাঠানো হয়েছে।