35.9 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

সৈয়দপুরে খোরাক হোটেলে বাসি খাবার সংরক্ষণের দায়ে জরিমানা

চিকলী নিউজ : হোটেলের রেফ্রিজারেটরে পচা ও বাসি খাবার সংরক্ষণের দায়ে নীলফামারীর সৈয়দপুর শহরের স্বনামধন্য খোরাক হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের  বাজার তদারকি অভিযানে এই জরিমানা করা হয়।

এছাড়া ওইদিন অভিযানে এক ইলিশ মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় জেলা আনসার ব্যাটেলিয়নের একটি দল তার সাথে ছিলেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, বিভিন্ন সময় ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৈয়দপুর শহরের শহীদ ডা: জিকরুল হক  সড়কে খোরাক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানকালে হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য রান্না ও মজুদ করতে দেখা দেখতে পান। এছাড়া রেস্টুরেন্টের রেফ্রিজারেটরে কাঁচা মাছ- মাংস ও তরকারির সাথে আগের দিনের রান্না করা মুরগির বাসি গ্রিল মজুদ করতে দেখা যায়৷ এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই দিনে শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে বেশি দামে ইলিশ মাছ বিক্রি ও মাছের ক্রয় রশিদ দেখাতে না পারায় অজয় রায় নামের মাছ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালাক শামসুল আলম বলেন, এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়