33.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মার্চ ১২, ২০২৫

সৈয়দপুরে ইলিশের দাম শুনেই হতাশ ক্রেতারা

চিকলী নিউজ : কয়েকদিন আগেও ইলিশের দাম কিছুটা কমলেও ইদানিং পূজা উপলক্ষে সরকার ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানী করছে এ খবরে সারা দেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরে নতুন করে বাজারে ইলিশের দাম আরো বাড়তে শুরু করেছে। তবে, খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুরের কতিপয় আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীদের কারসাজীতে ইলিশ মাছের দাম বেড়েছে। আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা আসছে। কাজেই আর কয়েকদিনেও যদি ইলিশ খেতে না পারেন তা’হলে তাদের স্বপ্ন গুড়েবালিই থেকে যাবে। যার ফলে সৈয়দপুরের মানুষজন সিন্ডিকেটের কারণে বাজারে ইলিশের চড়া দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযানের দাবি জানিয়েছেন।

কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তরের দুলু, বোতলাগাড়ি ইউনিয়নের বাবুল, সৈয়দপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাজীপাড়ার মান্নান নামের ক্রেতারা জানান, আমরা দেশের মানুষ জাতীয় মাছ ইলিশ খেতে পারি না। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকার গঠন ও মৎস্য উপদেস্টার বক্তব্য অনুযায়ী ইলিশ মাছ দেশের মানুষ খাবে যার জন্য রপ্তানী করা হবে না শুনে আশায় বুক বেঁধে ইলিশ মাছ কিনতে এসে চড়া দামের কারণে কিনতে না পারায় সে আশায় গুড়েবালি দেখা দিয়েছে। উচ্চ বিত্বের মানুষজন ইলিশ খেতে পারলেও নিম্ন আয়ের মানুষজনের কাছে ইলিশ কেনা যেনো স্বপ্নের মতো। যদিও আড়ৎদার ও খুচরা বিক্রেতারা বলছেন ইলিশ কম ধরা পড়ছে এবং আড়ৎগুলোতেই ইলিশের দাম চড়া।

সৈয়দপুরের বাজার ঘুরে দেখা গেছে, ৭-৯শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬ শ’ টাকা কেজি দরে। ১ কেজি থেকে দেড় কেজি ইলিশের কেজি চলছে ১৮শ’ থেকে ২২শ’ টাকা। স্থানীয় আড়ৎদার আইনুল জানান, ইলিশ কম ধরা পড়ছে। তাছাড়া মোকামেই ইলিশ মাছের দাম চড়া। এসময় মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, ৪শ’ গ্রাম ইলিশের কেজি পাইকারী ১২শ’ টাকা করে বিক্রি করছেন। ৮-৯শ’ গ্রাম ওজনের ইলিশ ১৬৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন এবং ১ কেজি থেকে সোয়া কেজি ওজনের ইলিশ বিক্রি করছেন ১৮শ’ টাকা করে।

বাজারে সিন্ডিকেটের কারণে ইলিশের দাম চড়ার ব্যাপারে তা’ নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানের ব্যাপারে কথা হলে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিকী জানান, আমরা অতি দ্রুত খোঁজ-খবর নিয়ে অভিযান পরিচালনা করবো।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়