33.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মার্চ ১২, ২০২৫

সৈয়দপুর বিজ্ঞান কলেজ মাঠে শিক্ষার্থীদের মানববন্ধন

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ মাঠে বহিরাগত ও নেশাসেবিদের প্রবেশ বন্ধ করতে হবে। এ দাবিতে বুধবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। প্রতিষ্ঠানের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।  চলতি বছর প্রতিষ্ঠানটি ৫৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।  এছাড়াও বুয়েটসহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে সুযোগ পেয়েছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী।  প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট করতে বহিরাগত দুর্বৃত্তরা মরিয়া হয়ে উঠেছে।  তারা ক্যাম্পাসে মাদকের আখড়া বসাচ্ছে। দখলে নিয়েছে খেলার মাঠটি।

এ কারণে লেখাপড়ার পরিবেশ এখন হুমকির মুখে। তাদের দাবি ওই সকল বহিরাগতদের হাত থেকে কলেজ ক্যাম্পাসকে উদ্ধার করতে হবে।  তারা জেলা প্রশাসককে একটি স্মারকলিপি ইউএনও’র মাধ্যমে হস্তান্তর করে। এ ব্যাপারে কলেজটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক।আমরা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ আশা করি। 

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়