33.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মার্চ ১২, ২০২৫

ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

চিকলী নিউজ : দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত।

মঙ্গলবার বিকেলে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি চলে ওই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী। এতে সৈয়দপুরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম সহ ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। কর্মসূচীতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা আশকনা দরবার শরীফর পীরে কামেল হযরত মওলানা মুফতী আব্দুর রহমান আল কাদেরী, আলেমে দ্বীন মুহিবুল্লাহ সিদ্দিকী, চিনি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহিদ রেজভী, গোলাহাট জামে মসজিদের ইমাম ও খতিব মোমিনুল ইসলাম কাদেরী রিজভী, উত্তরা আবাসন মসজিদের ইমাম ও খতিব মোরশেদুল ইসলাম কাদেরী রিজভী, পীরজাদা মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, খলিফা আসিফ আশরাফী, আলহাজ্ব গুলজার আহমেদ ও মাওলানা আব্দুল জব্বার রিজভী।


পীরে কামেল হযরত মওলানা মুফতী আব্দুর রহমান আল কাদেরী বলেন, যারা আল্লাহ ও রাসুলের বন্ধু আউলিয়া কেরামের মাজারে হামলা করছে, দেশের বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবীর র‌্যালীতে হামলা করেছে, তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার আহবান জানান সরকারের কাছে।
এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শাহিদ কাদেরী, খালিদ আজম আশরাফী, সৈয়্যদ পাপ্পু বাকশী, নাদিম আশরাফী, শফি রেজা, আব্দুল ওয়াদে আশরাফী উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়