চিকলী নিউজ : নীলফামারীর নতুন জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক। সাবেক ডিসি পঙ্কজ ঘোষের স্থলাভিষিক্ত হবেন তিনি।
নীলফামারীসহ ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩৪ জেলায় ডিসি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নীলফামারীতে সেতু বিভাগের উপসচিব শরীফা হক কে জেলা প্রশাসক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত পত্রে এই তথ্য মিলেছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর মাঠ প্রশাসনকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেওয়ার পরই জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেন সরকার।