35.9 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

সৈয়দপুরে মা হাসপাতালের নিবন্ধন না থাকায় সিলগালা

চিকলী নিউজ : হাসপাতাল পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্রাদি ও অনুমোদনের সনদ না থাকায় সৈয়দপুরের মা হাসপাতালের কার্যক্রম স্থগিত ও অর্থদন্ড করা হয়েছে।

বৃহস্পতিবার ৮ মে দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই হাসপাতালে অভিযান চালিয়ে কার্যক্রম স্থগিত ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এটি সৈয়দপুরে শহীদ তুলশিরাম সড়কে অবস্থিত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

আদালত সূত্র জানায়, মা হাসপাতাল নামে পরিচালিত প্রতিষ্ঠানটি কোনো নিবন্ধন (রেজিস্ট্রেশন) নেই। এ অবস্থায় গত এক বছর যাবত অব্যবস্থাপনায় হাসপাতাল কর্তৃপক্ষ এর সেবা কার্যক্রম অব্যহত রাখে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় মা হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অব্যবস্থাপনায় ও নিবন্ধন না থাকায় হাসপাতালটি কার্যক্রম স্থগিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নীলফামারীর সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি চিকিৎসক ডাঃ চন্দন রায় ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক,স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলেমুল বাশার প্রতিনিধি, স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও থানা পুলিশের সদস্যরা অংশ নেয়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়