জলঢাকা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় ১৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বড়ঘাট বাজারের অদূরে তল্লাশী চালিয়ে এসব ফেন্সিডিল জব্দ ও তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক আটক করে।
ওই দুই মাদক কারবারী হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার শিংগিমারী গ্রামের মো. জোনাব আলীর ছেলে মো. হাফিজুল ইসলাম (২৮) ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন (২৫)। তারা পেশাদার মাদক কারবারী বলে জানায় পুলিশ। এ ঘটনায় জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহিম জানান, ইজিবাইকটির পিছনের সিটের পা রাখার জায়গার নিচে বিশেষভাবে প্লেন সিট দিয়ে তৈরি করা বক্সের ভেতরে রাখা ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যা বিক্রয়ের উদ্যেশ্যে নেওয়া হচ্ছিল। এসময় দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।