চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুুরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সরদারপাড়ার ভাড়া বাড়ি থেকে সামসাদ ওরফে সামকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ছাড়াও মাদক বিক্রির নগদ ২৬ হাজার এক শত টাকা, দুইটি মোবাইল ফোন সেট, ১৬০ সিসি’র লাল রংঙের একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্তের নির্দেশনায় এবং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রাসেল পারভেজের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. আহসান হাবিব, এএসআই মো. মাসুদ রানা, এএসআই মো. আবু তালেব, এএসআই নির্মল চন্দ্র সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদক ব্যবসায়ী সামসাদ ওরফে সাম এর ধলাগাছ সরদারপাড়ার ভাড়া বাড়িতে অভিযান চালান।

অভিযানকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী সামসাদ ওরফে সাম এর ভাড়া বাড়ি থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৬ হাজার এক শত টাকা, দুইটি মোবাইল ফোন সেট, ১৬০সিসি’র লাল রংঙের একটি টিভিএস মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ী সামসাদ ওরফে সাম(২৬) শহরের বাঁশবাড়ী টালি মসজিদ এলাকার মৃত .কমর উদ্দিনের ছেলে। বর্তমানে সে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সরদারপাড়ার জনৈক মো. আমিনুল ইসলামের বাড়িতে ভাড়ায় বসবাস করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সৈয়দপুর থানার একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৬, তারিখ ২২/০২/২৪ ইং।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রাসেল পারভেজ ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত সামসাদ ওরফে সামকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।