চিকলী নিউজ : ১০০ দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করে ২০২৩ সালকে বিদায় জানালো রিজিক ফাউন্ডেশন এর সদস্যরা। ৩১ ডিসেম্বর রাত ১১ টা সৈয়দপুর শহরের পোষ্ট অফিস সংলগ্ন রেললাইন এলাকায় প্যাকেটের মাধ্যমে গোস্ত পোলাও বিতরন করেন তারা।
জানা যায়, শহরের বিভিন্ন পেশার ১০ যুবক মিলে প্রতিদিন অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করতে রিজিক ফাউন্ডেশন নামের একটি সংগঠন গড়ে তুলেন। প্রায় ৫ বছর আগে গড়ে উঠা ওই সংগঠনের সদস্যরা প্রথম দিকে প্রতিদিন ১০/১২ জন দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করলেও বর্তমানে প্রতিদিন ৩৫/৪০ জন দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রেখেছেন।
এরই ধারাবাহিকতায় ২০২৩ সালকে বিদায় জানিয়ে ২০২৪ সালকে বরন করে নিতে যখন সারা সৈয়দপুরে ডেক সেট বাজিয়ে পিকনিক চলছিল, তখন রিজিক ফাউন্ডেশন এর সদস্যরা দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করতে ঐক্য বদ্ধ হন। নিজ অর্থায়নে আনা হয় গোস্তো, পোলাও এর চাল,তেল ও মসলা। সন্ধ্যার পর শুরু হয় রান্না। রাত ১১ টায় রান্না শেষে একে একে ১০০ জন দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন তারা।
দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণের উদ্দোগ দাতা মোঃ সোহাগ সওদাগর জানান, সৈয়দপুর শহরে কোটিপতির অভাব নাই। শুধু অভাব আছে উদার মনোভাব এর।তিনি বলেন যখন দেখি,রাস্তার পাশে অথবা ড্রেনের কোনে ভালো ভালো খাদ্য ফেলে দেয়া হচ্ছে অথচ না খেয়ে থাকলেও যারা মুখ খুলে চাইতে পারছে না, তখন কষ্টে দুঃখে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়। কিন্তু কিছুই বলতে পারি না। এরপরই সিদ্ধান্ত নেই অসহায় অনাহারী মানুষের মাঝে খাদ্য বিতরণ করার। তখন বড় ভাই,রোবায়েত মিন্টু, সেলিম আশরাফি,হাবিব চৌধুরী, সেলিম পারভেজ সহ ১০ জনকে একত্রিত করি। ওই সময় সিদ্ধান্ত হয় নিজেদের অর্থায়নে প্রতিদিন কমপক্ষে ১০ জন দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করার। প্রথম ৪ বছর প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ২০ জন দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হলেও বর্তমানে ৩৫/৪০ জন দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রয়েছে। আগামিতে দানবীর গোষ্ঠীর মদদ পেলে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হবে বলে জানান তিনি।