29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

নীলফামারীতে জামায়াত শিবিরের দুই নেতা গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে জামায়াত শিবিরের দুই নেতা গ্রেপ্তার হয়েছে।

বুধবার ভোরে জেলার ডোমার ও জলঢাকা থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। তারা হলেন, ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন জামায়াতের রোকন মো. সহী কালাম (৩৮) ও জলঢাকা উপজেলা শিবিরের সেক্রেটারী আরমান হাফিজ মাসুম (২১)।

ডোমার উপজেলার রোকন পূর্ব হরিণচড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ও জলঢাকা উপজেলার আরমান দক্ষিণ দেশিবাই চৌধুরীপাড়া গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। পুলিশ জানায়, সহিংসতার পরিকল্পনার অভিযোগে বুধবার ভোরে জামায়াত ও শিবিরের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ও জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল আলম তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিৎ করেছেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়