25.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মে ৭, ২০২৫

ডোমারে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন

রুম্মান সরকার (ডোমার) : নীলফামারীর ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ওমর ফারুককে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৯শে অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা শহরের বাটার মোড়ে অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকদের মারফতে জানা যায়, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার সাথে পরকীয়া প্রেম থাকায় এলাকাবাসী সেই প্রধান শিক্ষককে আটক করে। যার ফলে ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেন তিনি। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এমতাবস্থায় বিদ্যালয়ে ছাত্রীদের প্রেরণের ক্ষেত্রে অভিভাবকরা শঙ্কিত।

এলাকাবাসীর দাবি করেন, এমন শিক্ষকের কারণে বিদ্যালয়ের শিক্ষার মান বিঘ্নিত হবে। বিদ্যালয়ের নাম খারাপ হওয়ার কারণে অভিযুক্ত শিক্ষকের অপসারণ চান এলাকাবাসী। তারা আরও বলেন, কোমলমতি শিশুদের জীবন রক্ষা সহ বিদ্যালয়ের সুষ্ঠু পড়াশোনার পরিবেশ ফিরিয়ে এনে আমাদের ভবিষ্যতে প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষামন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মানববন্ধনে অভিভাবক ও এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন অভিযুক্ত সহকারী শিক্ষিকার স্বামী। এতে আরও ভিন্নমাত্রা যোগ হয়। তিনি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক (তার স্ত্রী) এর অপসারণের দাবি করেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষকের অপসারণ দাবি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন শীর্ষক একটি স্মারকলিপি জমা দেন অভিভাবকরা।

এবিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ জানান, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩রা অক্টোবর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষকের কিছু ভিডিও ঘুরপাক খাচ্ছে। যেখানে কোনো এক বাড়ি থেকে গভীর রাতে বের হওয়া, যুবকদের হাতে আটক ও অনৈতিক কার্যকলাপের কথা স্বীকার পূর্বক একটি জবানবন্দির ভিডিও ফাঁস হয়। এতে নেটিজেনদের মাঝে বিরূপ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়