35.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

নীলফামারীতে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

চিকলী ‍নিউজ : নীলফামারীতে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শিল্পকলা একাডেমীতে ওই সমাবেশের আয়োজন ছিল। 

ওই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আবদুস সামাদ বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন হাসিবুর রহমান, জেলা এন.এস.আইয়ের উপ-পরিচারক খালিদ হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা এ্যাডজুট্যান্ট (অবসরপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা কেফায়েত হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমাড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক আবদুস সামাদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬১ লাখ সদস্য দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি ও আর্থসামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে।

সারা দেশেই অর্থনীতির চালিকাশক্তি কলকারখানাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে আনসার সদগস্যগণ কঠোর পরিশ্রম আর নিষ্ঠার সাথে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

এছাড়াও অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে আনসার বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ ও অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়