রুম্মান সরকার (ডোমার) : নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের তিনবট এলাকা থেকে দ্রুত বিচার আইন মামলায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ই অক্টোবর) দুপুরে উপজেলার তিনবট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, সকালে ছোটরাউতা আন্ধারুর মোড় এলাকার মোঃ মোশারেফ হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫।
গ্রেপ্তারকৃত দুই আসামি হলেন—ডোমার উপজেলার মেলাপাঙ্গা ডাঙাপাড়া এলাকার মোঃ তহিদুল ইসলামের পুত্র মোঃ রিপন ইসলাম (২৪) ও মেলাপাঙ্গা চৌপথীর মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ দানু ইসলাম (১৯)।
মামলার অন্য আসামিরা হলেন, উপজেলার মেলাপাঙ্গা ডাঙাপাড়া এলাকার সামছুল হকের পুত্র মোঃ শামীম (২২), মেলাপাঙ্গা চৌপথীর মোঃ মোতাহারুল ইসলামের পুত্র মোঃ তৌসিফ (২০) ও বজলার রহমানের পুত্র মোঃ রুবায়েত ইসলাম (২২)।
স্থানীয়দের মারফতে জানা যায়, শুক্রবার (৬ই অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে আত্মীয়ের বিয়ে শেষে ডিমলার নিজ সুন্দরখাতা এলাকা থেকে বাড়ি ফেরার পথে মোঃ মোশারেফ হোসেনকে তিনবট এলাকায় গ্রেপ্তারকৃতরা পিছন থেকে ধাওয়া করে মোটরসাইকেল সহ আটক করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং রিপন ও দানুকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এবিষয়ে ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৪(১)/৪(২) ধারায় একটি মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।