চিকলী নিউজ : নীলফামারী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন ফয়সাল রায়হান। তিনি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তিনি শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।
২৪ সেপ্টেম্বর রোববার নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি জেলা প্রশাসক পংকজ ঘোষ ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহাজাহান সিদ্দিক স্বাক্ষরিত তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।

ফয়সাল রায়হান পড়াশোনা শেষ করে ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন। ২০২২ সালের ১০ অক্টোবর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।
সৈয়দপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষা উপকরণ বিতরণ, মা সমাবেশ, বিদ্যালয় চত্বরে বাগান বিলাস বৃক্ষ রোপণ, ফুটবল বিতরণ, আশ্রয়ণ প্রকল্পের শতভাগ শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্তকরণ, শিক্ষার্থীদের জ্ঞান আহরণের জন্য উন্মুক্ত লাইব্রেরি স্থাপন, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্থায়ী শেণিকক্ষ নির্মাণ, সরকারি নিবন্ধনসহ প্রাথমিক শিক্ষা ও শিক্ষার্থী সহায়ক নানা কার্যক্রম চালিয়ে আসছেন ইউএনও ফয়সাল রায়হান।
নীলফামারী জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় ফয়সাল রায়হান বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। এ ক্ষেত্রে আমি রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব ন্যায়-নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। আমার এই অর্জন সৈয়দপুর উপজেলাবাসীর কৃতিত্ব। যে কোন ভালো কাজের স্বীকৃতি সেই কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করে। সকলের সহযোগিতায় আমি এই উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই।