25.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মে ৭, ২০২৫

ডোমারে দুই ক্লিনিককে ৬০ হাজার টাকা জরিমানা

রুম্মান সরকার (ডোমার) : অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে সেবাদান কার্যক্রম পরিচালনা, ঔষধ সংরক্ষণের রেফ্রিজারেটরে মাংস সংরক্ষণ, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কাজের জন্য নীলফামারীর ডোমারে দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) দুপুরে ডোমার পৌর শহরের সেভেন স্টার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ফ্রেন্ডস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সেভেন স্টার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উপস্থিত সত্ত্বাধিকারী মোঃ গোলাম গাউস রুবেলকে ৪০ হাজার টাকা ও ফ্রেন্ডস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কমল চন্দ্র দেবনাথকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের অনিয়ম ও অসঙ্গতি দূর করতে সাতদিনের সময় বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান।

অভিযান পরিচালনায় ডোমার থানার এএসআই মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহযোগিতা করেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়