চিকলী ডেস্ক নিউজ : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখন তেমন একটা না থাকলেও মাঝেমধ্যেই আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এ ভাইরাসের জন্য বিভিন্ন দেশ কার্যকরী টিকা আবিষ্কার করে ফেলেছে। ফলে এটা নিয়ে এখন আর বেশি ভয় পাওয়ার কারণ নেই। কিন্তু, এর থেকেও ২০ গুণ ক্ষমতাসম্পন্ন ভাইরাসের আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। তাঁরা এই ভাইরাসটির নাম দিয়েছে ‘ডিজিজ-এক্স’। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘ডিজেজ এক্স’ নামের রোগটি একটি ভাইরাস, একটি ব্যাকটেরিয়াম এবং ফাঙ্গাস হতে পারে। আর এই রোগের চিকিৎসা দেওয়ার মতো কোনো ওষুধ থাকবে না।
বিশেষজ্ঞদের মতে, করোনার চেয়েও ২০ গুণ শক্তিশালী হতে পারে ডিজিজ-এক্স এবং এতে প্রাণহানির সংখ্যা ১৯১৮-১৯ সালের স্প্যানিশ ফ্লু-এর মতোই হবে। এক শতাব্দীরও বেশি সময় আগের ওই মহামারিতে পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছিল।
যুক্তরাজ্যের রোগবিশেষজ্ঞ কেট বিংগ্যাম ডেইলি মেইলকে জানান, ডিজিজ-এক্স নামে একটি ভাইরাস পরবর্তী বড় মহামারী হয়ে আসছে। এটা যথেষ্ট ভয়ঙ্কর। আর এই মহামারিতে বিশ্বে কমপক্ষে পাঁচ কোটি মানুষের প্রাণ যেতে পারে বলেও জানিয়েছেন তিনি।
বিংহাম মনে করেন, নতুন মহামারি থেকে বাঁচার জন্য ভ্যাকসিনের ওপরই জোর দিতে হবে। তবে ‘ডিজিজ এক্স’ মহামারি মোকাবিলার জন্য নির্দিষ্ট কোনো টিকা এখনো তৈরি করা হয়নি। বেশ কয়েকটি ভাইরাসকে মাথায় রেখে ভ্যাকসিন তৈরি করছেন গবেষকেরা।
উল্লেখ্য, গত মে মাসে নিজেদের ওয়েবসাইটে প্রথমবার ‘এক্স’ রোগের কথাটি উল্লেখ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।