চিকলী নিউজ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নির্বাচনের সময় মানুষকে বিভ্রান্ত করা ও মিথ্যাচার করাই স্বাধীনতার বিপক্ষ শক্তির মূল কাজ। আমার বিশ্বাস, তারা যত অপপ্রচারই করুক, স্বাধীনতার পক্ষ শক্তি তাতে বিভ্রান্ত হবে না।
আজ শুক্রবার সকালে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে “মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের ইতিহাস” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক। সেখানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরের মধ্যে ২৯ বছর জিয়া, এরশাদ, খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন। আর বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর ও তাঁর উত্তরাধিকার ১৯ বছর মিলে মোট সাড়ে ২২ বছর ক্ষমতায়। আমাদের সাড়ে ২২ বছরের সঙ্গে তাদের ২৯ বছর তুলনা করলে মানুষ বুঝবে যে তারা ক্ষমতায় থেকে এ দেশকে অকার্যকর, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা করেছে।
মন্ত্রী বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, সৈয়দপুরের ইউএনও ফয়সাল রায়হান, সাধারণ সম্পাদক মহসিনুল হক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান, আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান লেলিন ও মোস্তফা কামাল প্রমূখ ।

এর আগে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে মুজিব গ্যালারি উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, মেট্রোপলিটন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু প্রমুখ।