রুম্মান সরকার (ডোমার) : নীলফামারীর ডোমারে জীবাণু সংক্রমিত নতুন এক রোগী শনাক্ত হওয়ায় তার সাথে সম্পৃক্ত এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষকে আগাম প্রতিরোধমূলক ঔষধ খাওয়ানো ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চল্লিশের মোড় এলাকায় কুষ্ঠ রোগ প্রতিরোধ ও গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত আগাম প্রতিরোধমূলক ঔষধ খাওয়ানো ক্যাম্পের উদ্বোধন করেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

এসময় আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, টিএলসিএ মোঃ নুর আলম, কুষ্ঠ গবেষণা সহকারী মোঃ নুর আলম ও আব্দুল হান্নান প্রমূখ।